ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেল চাপায় এক নারী নিহত হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, সোমবার রাত আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার উকিলবাড়ি নামকস্থানে রাস্তা পারাপারের সময় সুফিয়া খাতুন (৪০) নামের এক নারীকে মোটরসাইকেল চাপা দিলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুফিয়া খাতুন উপজেলার বইলর ইউনিয়নের কানহর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিধীন।