ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে আব্দুল হাই বিশ্বাসের মৃত্যুতে সরফুদ্দিন আহমেদ সান্টু'র শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৯-০৯ ০০:০৩:২২
উজিরপুরে আব্দুল হাই বিশ্বাসের মৃত্যুতে সরফুদ্দিন আহমেদ সান্টু'র শোক প্রকাশ উজিরপুরে আব্দুল হাই বিশ্বাসের মৃত্যুতে সরফুদ্দিন আহমেদ সান্টু'র শোক প্রকাশ
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :
 
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের দক্ষিণ সাতলা গ্রামের সাবেক মালয়েশিয়া প্রবাসী মোঃ আব্দুল হাই বিশ্বাস (৭৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
 
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে ও নাতি, নাতনীসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। সোমবার (৮সেপ্টেম্বর) সকাল ১০ টায় দক্ষিণ সাতলা বিশ্বাস বাড়ীতে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাতলা ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান শাহিন হাওলাদার, সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, বরিশাল পিডিবির ইঞ্জিনিয়ার মোঃ নুর ইসলাম বাবুল, সাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল হালিম বিশ্বাস, সাতলা দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মোঃ মাহমুদুল হাসান শাহীন, সমাজসেবক ক্বারী আব্দুর রশিদ আনসারী প্রমূখ। 
 
এদিকে, তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ