ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বডি ফিটিং গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৫-০৯-০৮ ২১:৩৫:৩১
ব্রাহ্মণপাড়ায় বডি ফিটিং গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় বডি ফিটিং গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার
 
মোঃ অপু খান চৌধুরী।
 
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া সদরের সিএনজি স্টেশন থেকে বডি ফিটিং গাঁজাসহ নারী পুরুষকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। 
 
থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্তের) নেতৃত্বে একদল পুলিশ মোটর সাইকেল করে মাদক কারবারি মাদক  পাচার করার জন্য ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে সিএনজি স্টেশন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউস গ্রামের রওশন আলী ডাক্তারের ছেলে আমানুল্লাহ জীবন (৪৮) ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকার জাহিদের স্ত্রী মেহেরুন আক্তার (১৯) কে গ্রেপ্তার করে। এ সময় মেহেরুন আক্তার এর শরীর থেকে বডি ফিটিং অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে। 
 
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া সততা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

ব্রাহ্মণপাড়ায় জশনে জুলুসে মানুষের ঢল, উৎসবমুখর উপজেলা 

মোঃ অপু খান চৌধুরী।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুপুর থেকেই হামদ, নাত, তাকবির, দোরুদ শরিফ ও জিকিরে মুখর ছিলো উপজেলার অলিগলি। আশপাশের বিভিন্ন এলাকা থেকে উপজেলায় জড়ো হতে থাকেন নানা বয়সী শ্রেণি পেষার মানুষ। বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কয়েক হাজার ছাড়িয়ে যায়। এরপর বের হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস।


গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার আলতাফ আলী বেবি কেয়ার স্কুল থেকে এ জশনে জুলুস বের হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা হাজারো মানুষ অংশ নেন। পতাকা নিয়ে জশনে জুলুসে অংশ নেন অনেকেই। তারা উচ্চ কন্ঠে বলতে থাকেন মোস্তফা জানে রহমত পে লাখো সালাম, সকল ঈদের সেরা ঈদ, ঈদে- ই- মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন্নবী


সফলকরতে ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম বারিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শামসুদ্দোহা বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমীর হোসেন, অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক খাদেম ফিরুজ আল মাইজ ভান্ডারি।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এর কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি ডা. এ কে এম আবদুল কাদের মাধবপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান গীলাতলা দরবার শরীফ, দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মুহাম্মদ ইউনুস গাফ্ফারী, ছোবহানীয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মোঃ আবু হানিফ, আহলে সুন্নাত ওয়াল জামাত এর ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি, মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক  মাওলানা মোঃ হাবিবুর রহমান মমতাজী, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, সহ- সভাপতি মোঃ মাওলানা মজিবুর রহমান, মাওলানা অলীউল্লাহ ফয়েজি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন রেজভী, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন রেজভী।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলার ৮ ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীগণ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চট্টগ্রাম বারিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শামসুদ্দোহা বারী।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ