লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা চৌমুহনী ইউনিয়নের নূরুল্লাহপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন, এক তরুণী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরুড়া গ্রামের ওই তরুণী ২০ দীর্ঘদিন ধরে নূরুল্লাহপুর গ্রামের প্রবাসী মোঃ আব্দুর রহিম ৩০ সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। কিন্তু সম্প্রতি রহিম বিয়ে করতে গড়িমসি শুরু করলে সোমবার (০৮-সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তরুণী তার বাড়িতে গিয়ে অনশন ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
এলাকায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন।
এ সময় উভয় পরিবারের সদস্যদরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তরুণীর মর্যাদা রক্ষায়। বিয়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত।