ডাকসু নির্বাচনে উল্লাপাড়ার মেয়ে জেইসান বকুল রিয়া
আপডেট সময় :
২০২৫-০৯-০৮ ০০:২৪:৪০
ডাকসু নির্বাচনে উল্লাপাড়ার মেয়ে জেইসান বকুল রিয়া
মো: কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি গ্রামের মেয়ে জেইসান বকুল রিয়া (জেরী)। তিনি কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেইসান বকুল রিয়া (জেরী) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের বিশেষ শিক্ষা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে ইতিমধ্যেই সহপাঠীদের মধ্যে নেতৃত্বের স্বীকৃতি অর্জন করেছেন।
প্রার্থিতা ঘোষণার পর জেরী জানান, “শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করা আমার মূল লক্ষ্য। আমি চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কমনরুমকে শিক্ষার্থী-বান্ধব ও প্রাণবন্ত করে তুলতে, রিডিংরুমকে আরও সমৃদ্ধ করতে এবং ক্যাফেটেরিয়াকে মানসম্মত ও সবার জন্য সহজলভ্য করতে।”
তার ঘোষিত ইশতেহারে প্রাধান্য পাচ্ছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য এক্সেসিবল পরিবেশ তৈরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্যমান বাড়ানো এবং ইনকাম সোর্স তৈরির লক্ষ্যে প্রত্যেক হল ক্যাফেটেরিয়ায় 'স্টুডেন্ট রান ফুড সেলিং জোন' তৈরী। প্রত্যেক ফ্যাকাল্টিতে ছেলেদের জন্য কমন রুম স্থাপন এবং বিদ্যমান কমনরুম গুলোর পরিবেশ উন্নয়ন। লাইব্রেরিকে ডিজিটালাইজড করা। স্টুডেন্ট মেইল দিয়ে আন্তজার্তিক সকল জার্নালে প্রবেশের সুযোগ নিশ্চিত করা।
এছাড়াও, হল রিডিং রুম গুলোতে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট, ল্যাপটপ সাপোর্ট নিশ্চিত করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের এক্সেসিবল চেয়ার-টেবিল দেয়া। রিডিং রুমে উন্মুক্ত লাইব্রেরি স্থাপন এবং প্রত্যেক ডিপার্টমেন্ট এর জন্য প্রয়োজনীয় বই রাখা।
সহপাঠীদের কাছে তিনি সৎ, উদ্যমী ও কর্মঠ প্রার্থী হিসেবে পরিচিত। তার দাবি, এই পদে নির্বাচিত হলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স