মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ভাইয়ের মৃত্যুর পর আদালতে হত্যা মামলার আসামি হয়েছেন, আপন বড় ভাই তোজাম্মেল হক। এ প্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরাণী বাজারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগিরা।
গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে সংবাদ সম্মেলনে তোজাম্মেল হক জানান, ১৮ মে আমার ভাই মোজাম্মেল হক বাসা থেকে চলে যায় রাতভর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিখোঁজের একপর্যায়ে উপজেলার খাকরতলা সাকিসহ কুদ্দুস আলীর বাড়ির পাশে মোজাম্মেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
বিষয়টি থানা পুলিশকে জানায়, এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাড়ির লোকজন সকলে লাশ দাফন করতে চাইলে আমি (মৃতের ভাই তোজাম্মেল হক) লাশ ময়না তদন্তের জন্য বলি এবং আমার ভাইকে যদি কেউ হত্যা করে থাকে তা সনাক্ত করার জন্য সহায়তা করি। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং একটি ইউডি মামলা করে। ঘটনার কিছুদিন পর এলাকার আইয়ুব আলী সহ বেশ কয়েকজন আমার দোকানে আসে বলে তোমার ভাইয়ের লাশ কেন পোষ্টমেডাম করাইলা তোমাকে আমরা দেখে নেব বিভিন্ন হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এসময় আমি বাদী হয়ে তাদের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তীতে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর জন্য বিজ্ঞসিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ঠাকুরগাঁওয়ে আমার ভাতিজা উল্টো আমি সহ আমার পরিবারের চারজনের নামে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আমহ তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি।