ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় সৈরাচার হাসিনার দোসর, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাগিনা ৫ নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হুসাইন আওয়ামী দোসরদের নিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম সহ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আওয়ামী অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে ইউনিয়ন পরিষদে মিটিং করার প্রতিবাদে ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিরুনীয়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারনের ব্যনারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ফরিদ উদ্দিন সরকার, উপজেলা জাসাসের সদস্য মিল্লাত সরকার, উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহাদাত হোসাইন সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সমর্থিত সাবেক এমপি এমএ ওয়াহেদের চামচা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল কালাম আজাদের ভাগিনা শামছুল হুসাইন গত ইউপি নির্বাচনে অংশ গ্রহন করে। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই নির্বাচনে অংশ নেয়নি এবং সারাদেশে বিএনপি পন্থি নেতাদের নির্বাচনে অংশ নিতে নিষেধ করা ছিলো।
ওই আওয়ামী দোসর ৫ আগস্টের পর আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করতে মরিয়া হয়ে আছে। এসময় তারা চেয়ারম্যান শামছুল হুসাইনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।