ঢাকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার আটক


আপডেট সময় : ২০২৫-০৯-০৭ ১৯:৩৯:১৭
বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার আটক বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেলপার আটক
 
শার্শা উপজেলা প্রতিনিধি- মানিক হোসেন: 
 
বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের কাছ থেকে একটি এয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
 
রবিবার সকালে বেনাপোল বন্দরের ভেহিকেলস টার্মিনাল থেকে এ অস্ত্র জব্দ করা হয়। আটক ড্রাইভার জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি অস্ত্রটি সঙ্গে বহন করছিলেন।
 
যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ভারতীয় একটি ট্রাকের চালক বন্দরে প্রবেশের সময় অস্ত্র বহন করছে। পরে ট্রাকটির চালককে তল্লাশি করে একটি এয়ার পিস্তল ও কিছু গুলি উদ্ধার করা হয়।
 
তিনি আরও জানান, আটক ট্রাকচালকের নাম গুরুজিৎ সাউলঙ্গা। তার সঙ্গে থাকা হেলপারকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান সোহেল আল মুজাহিদ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ