ঢাকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান হাতে নির্মিত হবে আগমী দিনের আধুনিক বাংলাদেশ: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-০৭ ১৭:২৯:৩৩
তারেক রহমান হাতে নির্মিত হবে আগমী দিনের আধুনিক বাংলাদেশ: ফয়সল চৌধুরী তারেক রহমান হাতে নির্মিত হবে আগমী দিনের আধুনিক বাংলাদেশ: ফয়সল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য  প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরো দেরিতে হতো। কিন্তু বৃহৎ রাজনৈতিক দল বিএনপি'র জোর দাবির মুখে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।

আর মাত্র পাঁচ মাস সময় বাকি। এই সময়ের মধ্যে বিএনপি'র দেশের জন্য কল্যাণকর ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বিএনপির ক্ষমতায় যাওয়া এবং এই ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। দেশনায়ক তারেক রহমান হাত ধরেই নির্মিত হবে আগমী দিনের আধুনিক বাংলাদেশ। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি  ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে ফুলবাড়ি  ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী এসব কথা বলেন।

এসময় আরও বলেন- সিলেট-৬ জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ সচেতন, শিক্ষিত ও রুচিশীল। এসব বিবেচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০১৮ সালের নির্বাচনে আমানত হিসেবে ধানের শীষ আমার হাতে তুলে দিয়েছিলেন।

সেই  আমানত রক্ষার প্রাণান্তকর চেষ্টা করেছি আমি। স্বৈরাচার আওয়ামী সরকারের ভোট চুরি ও গভীর ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়েছিল। তারপরও লক্ষাধিক ভোট পেয়ে জনাব তারেক রহমানের বিশ্বাসকে আরো সুদৃঢ় করেছি। তারেক রহমানের নির্দেশে আমি দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি মানুষের হৃদয়ে রয়েছেন তারেক রহমান, রয়েছি আমি ফয়সল আহমদ। ফুলবাড়ি  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি বেলাল আহমদ সেলিমের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মামুনুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশফাক আহমদ চৌধুরী, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সদস্য লায়েছ আহমদ, মোস্তাক আহমদ, মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক শাহীন আহমদ শামীম, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, যুগ্ম আহবায়ক সাকেল আহমদ শাকিল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইজ্জাদ আহমদ।

সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু আরও উপস্থিত ছিলেন, ও বক্তব্য ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুহিত, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাব উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল উদ্দীন চৌধুরী জেমস, সহ-সভাপতি মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক গফফার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম রাখেন।

এছাড়াও, গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ