মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইফতেখারুল ইসলাম ফামিন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে নগরীর বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। নিহত ইফতেখারুল (২২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে যাই। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’ প্রত্যক্ষদর্শীদের মতে, ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বিনোদপুর কাঁচাবাজারের সামনে একটি অটোরিকশা হঠাৎ লেন পরিবর্তন করে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে, মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইফতেখারুল রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সুফিয়ান সিফাত বলেন, ‘রাস্তা ফাঁকাই ছিল, মোটরসাইকেলের গতিও স্বাভাবিক ছিল। কিন্তু অটোরিকশাটি হঠাৎ করে কোনো সংকেত ছাড়াই মোড় ঘোরানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। ইফতেখারুল ছিটকে রিকশার ওপর দিয়ে দূরে গিয়ে পড়েন এবং তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।’
তিনি জানান, দুর্ঘটনার পর প্রায় ১০-১৫ মিনিট ইফতেখারুল ঘটনাস্থলেই পড়ে ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও অটোরিকশাচালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ অটোরিকশাটি আটক করেছে।
শফিকুল ইসলাম নামের এক অটোরিকশা চালক বলেন, সম্পূর্ণ দোষ রিকশাওয়ালার। উল্টোদিকে ইউটার্ন নিতে গিয়েই এ ঘটনা ঘটে। ছেলেটি মাথায় আঘাত পেয়ে নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। সম্ভবত ঘটনাস্থলেই মারা গেছে।