ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি


আপডেট সময় : ২০২৫-০৯-০৭ ১৩:১৬:০৬
তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি তানোরে দুই বাড়িতে দূর্ধষ ডাকাতি
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি:
 
রাজশাহীর তানোরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা উভয় বাড়ির পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তানোর উপজেলার সীমান্ত এলাকার মালশিরা গ্রামের আবিদা জুয়েলার্সের মালিক মোয়াজ্জেম সোনারের (৪০) বাড়ি ও পাশের বাড়িতে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে মোয়াজ্জেম সোনার ও তার স্ত্রীকে ওড়না দিয়ে বেঁধে রাখে। পরে ঘরে থাকা কাঠের আলমারি ভেঙে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ আড়াই লাখ টাকা লুট করে।
 
এর তিন ঘণ্টা পর একই কায়দায় পাশের বেলাল উদ্দিনের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা পরিবারের সদস্যদের বেঁধে রাখে এবং ঘরে থাকা কাঠের আলমারি, স্টিলের শোকেজ ও বাক্স ভেঙে সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে।
 
ভুক্তভোগীরা জানান, ডাকাতরা আন্ডারওয়ার, লুঙ্গী (কাঁছা দেওয়া অবস্থায়) ও হাফপ্যান্ট পরেছিল এবং স্থানীয় ভাষায় কথা বলেছে। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। ঘরে প্রবেশের পর ডাকাতরা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে উভয় পরিবারের সদস্যদের ব্যাপকভাবে মারধর করেছে।
 
পুলিশের সহকারী সুপার মির্জা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, উভয় ডাকাতির ঘটনায় একটি টিম গঠন করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান শুরু করা হয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ