ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমান ইয়াবাসহ-১ মিযানমার নাগরিক আটক


আপডেট সময় : ২০২৫-০৯-০৭ ০১:২৭:১০
বিপুল পরিমান ইয়াবাসহ-১ মিযানমার নাগরিক আটক বিপুল পরিমান ইয়াবাসহ-১ মিযানমার নাগরিক আটক
 
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মিযানমার নাগরিক আটক করা হয়েছে,
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করা হয়।
 
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সূত্রে জানাজয়,আটককৃত যুবকের নাম মং নি উ তংচঙ্গ্যা (২২)। সে মিয়ানমারের মংডু উপজেলার চাং বালা এলাকার অং নি উ তংচঙ্গ্যার ছেলে।
 
স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের অং চালা নামের এক ব্যক্তির মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা মজুদ করা ছিল। পুলিশের উপস্থিতিতে মং নি উ তংচঙ্গ্যা নিজেই হাত দিয়ে ইয়াবাগুলো বের করে দেয়।
 
এ বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো: কামরুল ইসলাম বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
 
এদিকে, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবকের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ।
 
এ ঘটনায়, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সচতন মহলের দাবি এসব অবৈধ কারবারি দের সহযোগী দের খোজে আইনের আওতায় আনা।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ