মোঃ আজিজুল হক, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় ৮৫ দিনে পবিত্র কুরআন থেকে হেফজ্ সম্পন্ন করে হাফেজ-এ নাম লেখালেন ৮ বছরে শিশু মোহাম্মদ মুনতাকিম। হাফেজ মুনতাকিম উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুঁতাবেপারী পাড়ার সৌদি প্রবাসী হাফেজ মাওলানা মহি উদ্দিনের দ্বিতীয় ছেলে। তাঁর এই অভাবনীয় অর্জনে পরিবার ও স্বজনদের মাঝে নেমেছে আনন্দের বন্যা। একইভাবে হেফজ্ মাদ্রাসা প্রতিষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা যায়, শিশু মুনতাকিম পেকুয়া হাবিবীয়া হেফজ্ মাদ্রাসায় ভর্তি হয়। উপজেলার সদরের প্রাণ কেন্দ্র চৌমহনী পুরাতন জমিদার বাড়ি জামে মসজিদ সংলগ্নে নব্বই দশকে প্রতিষ্ঠিত হয় ওই পেকুয়া হাবিবীয়া এবতেদায়ী মাদ্রাসা। তখন থেকেই এ প্রতিষ্ঠানে ছ্হি কুরআান ও নামাজসহ দীনি শিক্ষার পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি।
পরে ২০০৩ সালে জমিদার বাড়ির মরহুম নুরুল আলম চৌধুরী পরিবারের সহযোগিতায় স্থানীয় হাফেজ মাওলানা নুর মোহাম্মদ এটিকে হাবিবীয়া হেফজ্ মাদ্রাসার নাম করনে যাত্রা শুরু করেন। দীর্ঘ ২২ বছর ধরে সুনামের সাথে অবিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ শিক্ষক দিয়ে পবিত্র আল কুরআান থেকে ছ্হি শুদ্ধ পাঠদানে হেফজ্ সম্পন্ন করে যাচ্ছে শিক্ষার্থীরা।
বর্তমানে ওই হেফজ্ মাদ্রাসায় ৬ জন শিক্ষক রয়েছে। হেফজ্ পড়ুয়া ছাত্র রয়েছে ৮০ জন। প্রতিদিন নিয়মিত একজন শিক্ষক ১৬ জন হেফজ্ পড়ুয়া শিক্ষার্থীদের পাঠদান করেন। এভাবে ৬ জন শিক্ষক ৮০ জন শিক্ষার্থীকে প্রতিনিয়ত দেখা শুনা করে আসছে। এই দীনি শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সফলতা অর্জন করেছে।
এবিষয়ে হাবিবীয়া হিফজা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুর মোহাম্মদ বলেন, কুরআান পাঠদানে শিক্ষকরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। একজন মেধাবী শিক্ষার্থীকে হাফেজ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হয়। অভিভাবকদের আন্তরিকতায় শিক্ষক ও শিক্ষার্থীরা আরও বেশি উচ্ছ্বসিত হয়। ২০১৮ সালে ৫ মাসে একজন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।
এদিকে, ৮৫ দিনে হেফজ্ সম্পন্ন করে হাফেজ হওয়া মুনতাকিমকে দেয়া হয়েছে সংবর্ধনা । গত শুক্রবার দুপুরে হাবিবীয়া হেফজ্ মাদ্রাসার হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়। পুরাতন জমিদার বাড়ির জামে মসজিদের খতিব মৌলানা আব্দুল খলেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআান ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ।
বিশেষ অথি ছিলেন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, হুফফাজুল কুরআান ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগীয় শিক্ষা বিষয়ক সম্পাদক এন্তেজাম উল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক হাফেজ মাওলানা নুর মোহাম্মদ। মুনতাকিম একজন হাক্কানী আলেম হতে পারে এমনি প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।