ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে ঈদে মিলাদুন্নবী ও জসনে জুলুস পালিত


আপডেট সময় : ২০২৫-০৯-০৭ ০০:০৪:১২
সিরাজদিখানে ঈদে মিলাদুন্নবী ও জসনে জুলুস পালিত সিরাজদিখানে ঈদে মিলাদুন্নবী ও জসনে জুলুস পালিত
 
নাদিম হায়দার মুন্সীগঞ্জ প্রতিনিধি: 
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস পালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার রসুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এ জুলুসের সূচনা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজদিখান উপজেলা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি মো. শাহীন সরদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হাসান ঢালী।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— আতাউর রহমান হাওলাদার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজদিখান উপজেলা বিএনপি, শাহীন সরদার, রসুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য, হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ ক্বারী মাওলানা মাসুম বিল্লাহ, খতিব টঙ্গীবাড়ি জামে মসজিদ, হাজী মুকিম ঢালী, সাবেক মেম্বার ও ব্যবসায়ী, আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা যুবদল, জুয়েল রানা সেন্টু, সাংগঠনিক সম্পাদক রসুনিয়া ইউনিয়ন বিএনপি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাজাহান সরদার, মোহাম্মদ লিটন খান, সেক্রেটারি মধ্য তাজপুর জামে মসজিদ, শাহিন হাওলাদার, ২নং ওয়ার্ড সদস্য রসুনিয়া, এবং মোহাম্মদ অহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য রসুনিয়া।
 
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ