ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


আপডেট সময় : ২০২৫-০৯-০৬ ২১:৪৮:১৮
কাউখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাউখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদাভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযথ গুরুত্ব ও ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দর্শন ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়া হামদ, নাত, গজল ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এউপলক্ষে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান উদযাপন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ফকির। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ