শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি:
খুলনার কয়রায় বাংলাদেশ খেলাফত মজলিসের কয়রা উপজেলা শাখার কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার সকালে আমাদী ইউনিয়নের জায়গীরমহল বদরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে মোট ৩১ মোট জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কয়রা উপজেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠানে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ফয়সাল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মেসবাহুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান মাওলানা তৈয়বুর রহমান প্রমুখ।
সকলের সম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, মাওলানা আলোমগীর হুসাইন সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হালিমুল হক
সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ ৩১ জন সদস্য নিয়ে কমিটি গঠন শেযে দেশের ও জাতির কল্যানে দোয়া করা হয়।