তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কুতুবাকুড়া গ্রামে কৃষকের জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করেছে, বন বিভাগ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবাকুড়া গ্রামের কৃষক আবদুল মান্নানের ক্ষেতের জালে অজগরটি আটকা পড়ে। পরে গ্রামবাসীরা বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
বন বিভাগের উদ্ধারকারী দল জানায়, খাবারের সন্ধানে আসার সময় অজগরটি জালে আটকা পড়ে। এটি তুলনামূলকভাবে ছোট বয়সের হওয়ায় বড় ধরনের শিকার করতে সক্ষম নয়। অজগর সাপ বিষহীন, তাই এটি মানুষকে কামড়ালেও কোনো ক্ষতির আশঙ্কা থাকে না।
পরে মধুটিলা ইকোপার্ক রেঞ্জের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে দুপুরে মধুটিলা এলাকার গভীর বনে অবমুক্ত করেন।
মধুটিলা ইকোপার্ক রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করি। পরে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এটিকে বনে অবমুক্ত করা হয়েছে।