ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উপস্থিতিতে টের পেয়ে বর কনে উধাও


আপডেট সময় : ২০২৫-০৯-০৬ ১৬:৪৫:৫৩
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উপস্থিতিতে টের পেয়ে বর কনে উধাও ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উপস্থিতিতে টের পেয়ে বর কনে উধাও
 
মোঃ অপু খান চৌধুরী।
 
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন উপস্থিত হলে, বর কনে সহ সকল আমন্ত্রিত অতিথিগণ পালিয়ে যায়। গতকাল ৫ আগস্ট (শুক্রবার) উপজেলার দুলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, উপজেলার দুলালপুর উত্তরপাড়া সেকান্দর মহাজনের বাড়িতে সরকার নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সের মেয়েকে বিবাহ দেওয়ার আয়োজন করেন কনের পরিবার। বিয়ের নির্ধারিক তারিখ (৫ সেপ্টেম্বর) দুপুরে বড় পক্ষের লোকজন কনের বাড়িতে উপস্থিত হন এবং কনের পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বিয়ের আয়োজন ও খাবারদাবারের কাজ চলছিল।
 
বাল্যবিবাহের খবর পেয়ে ব্রাহ্মণপাড়া সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান কনের বাড়িতে উপস্থিত হন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর কনে সহ সকল আমন্ত্রিত অতিথিগণ পালিয়ে যায়। এ সময় সরকারি কমিশনার ভূমি তারেক রহমান উপস্থিত বর-কনের পরিবারের সদস্যদের বাল্যবিবাহ না দেওয়ার প্রতিশ্রুতি নেন এবং তাদের সতর্ক করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ