ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সোহাগ পরিবহনের কাউন্টার পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের কোনো পরিবেশ নেই - ড. হেলাল উদ্দিন


আপডেট সময় : ২০২৫-০৯-০৫ ০০:৩২:৩৯
সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সোহাগ পরিবহনের কাউন্টার পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের কোনো পরিবেশ নেই - ড. হেলাল উদ্দিন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সোহাগ পরিবহনের কাউন্টার পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের কোনো পরিবেশ নেই - ড. হেলাল উদ্দিন

​নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সোহাগ পরিবহনের কাউন্টার বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে পরিদর্শনে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি।

মানুষের জান ও মালের নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের কোনো পরিবেশ নেই। অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের নিশ্চয়তা দিলেও সেই নির্বাচন কিভাবে সম্পন্ন করবে তার কোনো নিশ্চয়তা দেয়নি, দিতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে কোনভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। জুলাই চেতনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সকল গণহত্যার বিচার নিশ্চিত করা। তারপর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দেশের ৭১ শতাংশ জনগনের দাবির প্রেক্ষিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা কোন দলের প্রতি আনুগত্যশীল হলে জনগণ কঠোর হতে বাধ্য হবে।   

ড. হেলাল উদ্দিন বলেন, ৫ আগস্ট পরবর্তী একটি দল আওয়ামী লীগের ভূমিকায় নিজেদেরকে জনগণের সামনে উপস্থাপন করেছে। আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দখল, ধর্ষণ, খূন, গুম ও নৈরাজ্যের সৃষ্টি করেছে একইভাবে আরেকটি দল এখন চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, দখল, ধর্ষণ, খূন, গুম ও নৈরাজ্যের সৃষ্টি করছে। যারা ক্ষমতায় যাওয়ার আগেই জনজীবন নাভিশ্বাস করে তুলছে, তারা ক্ষমতায় বসলে রাষ্ট্রের পরিস্থিতি আর পরিণতি কেমন হবে জাতি বুঝে গেছে। এজন্য জনগণ তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করবে। বয়কটের টের পেয়ে তারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

৫ আগস্ট পরবর্তী জনগণ যেটাই দাবি করেছে, তারা সেই দাবির বিপক্ষে দাঁড়িয়েছে। জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে, তারা নিষিদ্ধের বিপক্ষে! জনগণ সংবিধান সংস্কার চেয়েছে, তারা সংবিধান সংস্কারের বিপক্ষে, জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে, তারা জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিপক্ষে! জনগণ পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাচ্ছে তারা পিআরেরও বিপক্ষে। জনগণ যেটাই চায়, তার বিপক্ষে অবস্থান নিচ্ছে। কারণ তাদের দলীয় নেতাকর্মীদের কর্মকান্ডে জনগণ বিরক্ত এটা তারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে। তারা বুঝে গেছে আওয়ামী লীগের মত তাদেরও পরিণতি হতে বেশি সময় লাগবে না। সেজন্য তার দেশ ও জাতির স্বার্থের কথা চিন্তা না করে তারা নিজেদের স্বার্থে বিভোর।

তিনি আরো বলেন, জুলাই সনদ চায় না, গণহত্যার বিচার চায় না, রাষ্ট্রের সংস্কার চায় না; তারা দেশ ও জাতির দুশমন। জামায়াতে ইসলামীকে অনুসরণ করে দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করতে তিনি সকল দলের প্রতি আহ্বান জানান।    

ড. হেলাল উদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, জাতি যেই আশা-আকাঙক্ষায় আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে, সেই আশা-আকাঙ্ক্ষা পূরণে মনযোগী না হলে দেশ ও জাতির যতটা ক্ষতি হবে তারচেয়ে বেশি ক্ষতি আপনাদেরই হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি প্রয়োজনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন। নতুবা পরবর্তীতে যারা ক্ষমতায় বসবে তারাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবিধানিক অবৈধ সরকার ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকান্ড বাতিল করবে।

এতে বর্তমান উপদেষ্টারাও বিচারের মুখোমুখি হতে পারে। আজ যদি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়, তবে সেদিন আপনারা জনগণকে পাশে পাবেন না। তাই ফেব্রুয়ারির আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সকল গণহত্যার বিচার নিশ্চিত এবং রাষ্ট্র কাঠামো সংস্কার বাস্তবায়ন করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। 

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সোহাগ পরিবহনের কাউন্টার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সাত্তার সুমন, রমনা থানা আমীর আতিকুর রহমানসহ রমনা থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ