বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
আপডেট সময় :
২০২৫-০৯-০৫ ০০:২৪:৩৪
বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
মোঃ আবদুল্লাহ বুড়িচং।
কুমিল্লার বুড়িচংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ কে নিয়ে আলোচনা সভা করেন। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া।
টিকাদান রেজিস্ট্রেশন কার্যক্রমের বর্তমান অবস্থা এবং বিভাগীয় নির্দেশনাবলী উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মালেকুল আফতাব ভূইয়া।
তিনি বলেন, আগামী ১২ অক্টোবর থেকে বুড়িচং উপজেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এবং ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়ের নির্দেশনা হলো শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করতে প্রত্যেক ইউনিয়নের ফাস্ট লাইন সুপারভাইজারদেরকে প্রতিদিন তিনটি স্কুল ভিজিট করে রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এবং প্রত্যেক স্বাস্থ্য সহকারীকে প্রতি সাপ্তাহে ৪০০জন শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম এবং প্রত্যেক সিএইচসিপি ১০০ টি নিবন্ধন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
প্রতিটি ইউনিয়নে মাইকিং ও ইমামদের মাধ্যমে জুম্মার খুদবার সময়ে টাইফয়েড জ্বরের টিসিভি টীকার রেজিষ্ট্রেশন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স