ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-০৪ ২৩:২৬:৪০
ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব। ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব।
​নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ রুপগঞ্জের মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব- ১১।

বাংলাদেশ আমার অহংকার- এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। 

র‍্যাব-১১, নারায়ণগঞ্জ, র‍্যাব-৯, সিলেট এবং জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুরে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ(২৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারকৃত আসামি রিয়াজুল ইসলাম শুটার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর (দেওয়ানবাড়ী) গ্রামের আব্দুল লতিফের ছেলে। গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রোজ বুধবার দুপুরে শুটার রিয়াজ জাফলং বেড়াতে যায়।

এ সময় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্তপূর্বক র‍্যাব-৯, সিলেটকে অবহিত করলে র‌্যাব-৯, সিলেট ও জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দলের সদস্যরা তাকে ধরতে চেষ্টা করেন। এসময় শুটার রিয়াজ কৌশলে তার প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার এর পরপরই শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্রের সন্ধানে মাঠে নামে র‌্যাব-১১। এরই প্রেক্ষিতে শুটার রিয়াজের সম্ভাব্য বিভিন্ন আস্তানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। 

উদ্ধারকৃত ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল এর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ