কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া
আপডেট সময় :
২০২৫-০৯-০৪ ২৩:১৫:৩৫
কটিয়াদীতে দৃষ্টিশক্তি হারিয়ে থেমে গেছে মর্জিনার লেখাপড়া
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না মেধাবী শিক্ষার্থী মর্জিনা আক্তার (১৬)। চোখের দৃষ্টি হারিয়ে থেমে গেছে তার লেখাপড়ার স্বপ্ন। কটিয়াদী উপজেলার মধ্য পরুরা ৯ নম্বর ওয়ার্ডের মো: মস্তুফা মিয়ার মেয়ে মর্জিনা স্থানীয় একটি দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
লেখাপড়ায় মনোযোগী মর্জিনার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের অভাব ঘোচাবে। কিন্তু হঠাৎ চোখে সমস্যা দেখা দেয়ায় তার দৃষ্টিশক্তি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দু’বছর ধরে কিছুই দেখতে পাচ্ছে না। আট সদস্যের পরিবার নিয়ে হকারি করে কোনো রকম সংসার চালান মর্জিনার বাবা মস্তুফা মিয়া।
মেয়ের চিকিৎসার জন্য যা ছিল সব শেষ করেছেন, এমনকি ধার দেনাও করেছেন অনেক। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা না হওয়ায় মর্জিনার অবস্থা দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে।
বাবা মস্তুফা মিয়া বলেন, ‘আমার যা কিছু ছিলো সব মেয়ের চিকিৎসার পেছনে শেষ করেছি। এখন আর উপায় নেই। আল্লাহ ছাড়া কে আমাদের দেখবে?’ মা ফাতেমা বেগমের কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপ, ‘মেয়েটা লেখাপড়ায় খুব ভালো ছিল। যথাযথ চিকিৎসা পেলে হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারত।’
এ বিষয়ে কটিয়াদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল খায়ের বলেন, ‘খোঁজ নিয়ে সরকারি সহযোগিতা দেয়ার উদ্যোগ নেয়া হবে।’ কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, ‘অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে একজন শিক্ষার্থীর জীবন থেমে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রæততম সময়ে উদ্যোগ নেব। পাশাপাশি সমাজের দানশীল মানুষরা এগিয়ে এলে চিকিৎসা সহজ হবে।’
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স