ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-০৪ ২২:৪১:৩৭
ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
 
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই অনুষ্ঠান যেন একটি গতানুগতিক বিষয়ে পরিণত না হয়। নবীর জীবনী ও সিরাতকে ক্ষুদ্রাতিক্ষুদ্র উপায়ে সবার কাছে উপস্থাপন করা গেলে তা প্রত্যেকের জীবনকে, সমাজকে সুন্দরভাবে গঠন করবে। রাসুল (সা.) এর আদর্শকে জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ইমাম, ওলামায়ে কেরামগণকে জেলা প্রশাসক আহ্বান জানান।
 
ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. হাবেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল হক। আলোচনা সভার শেষে মোনাজাত পরিচালনা করা হয়।  
 
অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, ওলামায়ে কেরামগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদে মিলাদুন্নবী উদযাপনের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এদিন ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ