মো: আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা থানায় কর্মরত এসআই (উপ-পরিদর্শক) শাহিন সাহিদ ও কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ভাড়াটিয়াকে নির্যাতন ও ছিনতাইসহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে।
থানা পুলিশ, বাড়ির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, খানসামা ডিগ্রি কলেজ মোড় এলাকায় স্থানীয় ব্যবসায়ী মতিয়ার রহমানের বাসায় অবস্থান নিয়ে গত এক সপ্তাহ ধরে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন ওই দুই পুলিশ সদস্য। তাদের এসব কার্যকলাপের প্রতিবাদ জানাতে গেলে রোষানলে পড়েন একই বাড়ির ভাড়াটিয়া হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
অভিযোগ রয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নির্যাতন করে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে চলে যান অভিযুক্ত দুই পুলিশ সদস্য।
ভুক্তভোগী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে প্রতিবেশী টংগুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব জানান, ভোরে নুরুল ইসলাম তার বাসায় গিয়ে নির্যাতনের বর্ণনা দেন। পরে তিনি বিষয়টি থানার ওসিকে অবহিত করেন।
বাড়ির মালিক মতিয়ার রহমান বলেন, দুইজন পুলিশ সদস্য মাত্র এক সপ্তাহ আগে বাসা ভাড়া নেয়। প্রতিবেশী ভাড়াটিয়ার সঙ্গে বিরোধের জেরে নির্যাতনের ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বর্তমানে তারা অন্যত্র চলে গেছেন এবং ভুক্তভোগী নুরুল ইসলামও গ্রামের বাড়ি দেবীগঞ্জে চলে গেছেন।
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, ঘটনার বিষয়টি অবগত হয়েছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। পুরো বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।