ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


আপডেট সময় : ২০২৫-০৯-০৪ ২১:৩৪:০১
হবিগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ হবিগঞ্জ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
হবিগঞ্জের সীমান্তে চোরাচালানকালে ৭৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করেছে, হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি। বৃহস্পতিবার (৪-সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় বিজিবির অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান আটক করে। পরে তল্লাশি করে ভারতীয় জিরা, জিলেট ব্লেড ও কাবেরী মেহেদী জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ৬৯ লক্ষ ৮০ হাজার ৮০০ টাকা।

এছাড়াও, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ৫৫ বিজিবি’র টহল দল পৃথক অভিযানে ৩৫ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ভারতীয় চিনি, সেগুন কাঠ, আতশবাজি, মশার কয়েল, ফুচকা, বাইসাইকেল ও দেশীয় রাবার জব্দ করা হয়।
 
এসব পণ্যের মূল্য ৪ লক্ষ ৪২ হাজার ৬০০ টাকা বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। চোরাচালান জব্দে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ