বিপুল পরিমান হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন র্যাব।
বিপুল পরিমান হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছেন র্যাব।
নিজস্ব প্রতিবেদক
আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যমানের ৫০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী রাজধানীর মালিবাগ হতে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গতকাল ০৩/০৯/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ জাহাঙ্গীর (৩৬), পিতা- মো: আমিরুল ইসলাম, সাং- গিধনিপাড়া, ও ২। মোঃ আলী হোসেন (৩৪), পিতা- মো: আতাউর রহমান, সাং- গিধনিপাড়া, চরবাগডাঙ্গা, উভয়ের থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ বলে জানা যায়।
এই সময় গ্রেফতারকৃত আসামী- ১। মোঃ জাহাঙ্গীর (৩৬) এর নিকট হতে ২০ (বিশ) গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং ২। মোঃ আলী হোসেন (৩৪) এর নিকট হতে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকার অবৈধ মাদক উদ্ধার এবং আসামিদ্বয়ের নিকট হতে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের নগদ ৭,১৭০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স