ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ২ হাজার পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৯-০৪ ২০:২৬:৪১
ব্রাহ্মণপাড়ায় ২ হাজার পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় ২ হাজার পিছ ইয়াবাসহ ২ জন গ্রেফতার
 
মোঃ অপু খান চৌধুরী।
 
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গতকাল ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে শশীদল ইউনিয়নের দেউস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ সাজ্জাদ হোসেন হাওলাদার প্রকাশ সাগর (২০) ও সোনিয়া আক্তার (২৫) নামে দুই জনকে ২ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। 
 
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল ও সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউপিস্থ দেউস এলাকার মদন মিয়ার বাড়ির সামনে রাস্তার উপর উপর হইতে মোঃ সাজ্জাদ হোসেন হাওলাদার প্রকাশ সাগর ও সোনিয়া আক্তারকে গ্রেফতার করে।

এ সময় পুলিশ সাজ্জাদ হোসেন হাওলাদারের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সোনিয়া আক্তার সাজ্জাদ হোসেন হাওলাদারের সহযোগী ছিলেন।
 
গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন হাওলাদার পটুয়াখালী জেলার সদর এলাকার টাউন বহালগাছিয়া গ্রামের মোঃ শাহআলম হাওলাদারের ছেলে এবং সোনিয়া আক্তার মাদারীপুর জেলার রাজৈর থানার খালিয়া গ্রামের মোঃ ওহাব আলী বেপারীর মেয়ে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ