ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ‍্যংছড়িতে বিএনপির অন্তঃকোন্দল: দুই পক্ষের আলাদা শোভাযাত্রা ও আলোচনা সভা


আপডেট সময় : ২০২৫-০৯-০৪ ১৯:০৩:৪১
নাইক্ষ‍্যংছড়িতে বিএনপির অন্তঃকোন্দল: দুই পক্ষের আলাদা শোভাযাত্রা ও আলোচনা সভা নাইক্ষ‍্যংছড়িতে বিএনপির অন্তঃকোন্দল: দুই পক্ষের আলাদা শোভাযাত্রা ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
 
বান্দরবানে নাইক্ষ‍্যংছড়ি উপজেলা  বিএনপির অন্তঃকোন্দল গড়িয়েছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতেও। বিএনপির ব্যানারে আলাদাভাবে সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এতে অন্তঃকোন্দলের বিষয়টি তৃণমূলের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। বুধবার (৩সেপ্টেম্বর) বিকাল ৪ার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির আয়োজনে নাইক্ষ্যংছড়ি কলেজ থেকে এক র‌্যালি বের হয়।
 
র‍্যালিটি নাইক্ষ্যংছড়ি থানার মোড় ও রেস্ট হাউস মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
 
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মনিরুল হক মুনু, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম, বান্দরবান জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খানঁ মামুনসহ উপজেলা বিএনপি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ও ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা দেয়া হত। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল আজকের এ বর্ণাঢ্য র‌্যালি তা প্রমাণ করে। 
 
আগামীতে দেশ পরিচালনায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণ মানুষ নিয়ে কাজ করবেন, বলে ব্যক্ত করেন বক্তারা। এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ও ইউনিয়ন থেকে বিভিন্ন খন্ড খন্ড মিছিল এসে নাইক্ষ্যংছড়ি কলেজ  মাঠে জড়ো হয়।
 
অন‍্যদিকে,  বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে, জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেলের সঞ্চালনায়, এ-ই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তার বক্তব্য কালে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আন্তরিকতার কারণে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল এই দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন।

১৯৭৮ সালে দেশের ক্লান্তিলগ্নে, সকল জাতি গোষ্ঠীর ধর্ম নিরপেক্ষতাবাদ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন। এই দলের সুশৃঙ্খলতার কারণে বিএনপি এখন সাধারণ মানুষের অন্তরে স্থান পেয়েছে। এই জনপ্রিয়তা ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এতে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ ফরিদ আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক জহির আহমেদ, দোছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ আয়াছ, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ছৈয়দুল আমিন, ছাত্র দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সদর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রায়হান প্রমুখ।

শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের মাগফেরাত, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, সাবেক উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান আহমদ। এছাড়াও তৃণমূল পর্যায়ের সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

দুই ভাগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন প্রসঙ্গে প্রতিবেদককে বলেন, নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সংবাদকর্মী মোঃ ইউনুছ আমরা ঐক্যবদ্ধ প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু সম্ভব হয়নি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ