তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সারাদিন ব্যাপী উপজেলা সদর ও বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক র্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন, এবং গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান সড়কে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরীর সমর্থনে এক শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি এবং শহর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম তালুকদার রিপন।
অন্যদিকে, এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে আড়াইআনী বাজার প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই র্যালিটি। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়া, পৌর শহরের মধ্যবাজার এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় বিএনপি নেতা দুলাল চৌধুরীর সমর্থনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিমের নেতৃত্বে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একইদিনে নালিতাবাড়ী উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
একইদিনে আবার নালিতাবাড়ী আড়াই আনী বাজার এলাকায় ইলিয়াস খানের সমর্থনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।