ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়নগরে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে যুবদল নেতাদের মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৯-০৪ ০০:৫৩:২৯
বিজয়নগরে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে যুবদল নেতাদের মানববন্ধন বিজয়নগরে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে যুবদল নেতাদের মানববন্ধন
 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে অন্য যুবদল নেতারা মানববন্ধন করে।
 
২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা বাজারে এই মানববন্ধন করা হয়। 
 
হরষপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ মানববন্ধনে বক্তব্যে বলেন, বিগত ৬-৭ মাস আগে হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালাহ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও অবৈধ প্রভাব বিস্তারের অভিযোগ উঠলে বিষয় গুলো নিয়ে আমি সোচ্চার হয়। তখন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে সে ভূল স্বীকার করলে বিষয়টি আমি বাদ দেওয়ার কিছুদিন পরে হঠাৎ তারা আমার বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করলে এসআই ফারুক আহমেদ আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করে। বিষয়টি তথ্য প্রমান সহ বিভিন্ন ভাবে মোকাবেলার পাশাপাশি ইউনিয়ন, উপজেলা, জেলার নেতৃবৃন্দ কে আমি অবগত করি। এর পরেও আমাকে একটি লিগ্যাল নোর্টিস পাঠায়। সেটার জবাব আমি দিয়েছি।
 
তিনি আরো বলেন, আমি উপজেলা, জেলার নেতাদের কাছে দাবী জানাচ্ছি দেশনায়ক তারেক রহমানের ঘোষণা অনুযায়ী দলে কোন চাঁদাবাজের স্থান হওয়ার কথা নয়। তাই তাদের দ্রুত বহিষ্কার করতে হবে। 
 
ভুক্তভোগী মুসাব্বির হুসাইন জানান, আমার পরিবার বিএনপির রাজনৈতিক করলেও আমার গ্রাম বুল্লা ওয়াইফাই এর ব্যবসা করতে গেলে ইউনিয়ন যুবদলের সভাপতি সালাউদ্দিন আমাকে ফোন করে উক্ত ব্যবসা করতে বাধা প্রদান করেন। পরবর্তীতে দেওয়ান বাজারে দেখা হলে সে আমাকে জানান তাকে যদি আমি ৫০ হাজার টাকা দেই তাহলে আমার ব্যবসা করতে সে আর কোন বাধা প্রদান করবেনা। আমি আমার গ্রামে ব্যবসা করতে তাঁকে কেন ৫০ হাজার টাকা দিতে হবে? সেটার বিচার করতে হবে।
 
ভুক্তভোগী সাদ্দাম মিয়া জানান, পারিবারিক একটি জায়গা সংক্রান্ত সমস্যা সৃষ্টি হলে পাঁচগাও গ্রামের যুবদল নেতা ওবায়দুল্লাহ আমার কাছ থেকে সমাধান করে দেবে বলে ৪০ হাজার টাকা নিয়েছে। কিন্তু আমার সমস্যার কোন সমাধান করেনি। এখন আমি ওবায়দুল্লাহর সাথে যোগাযোগ করলে সে আমাকে পুলিশের ভয়ভীতি দেখায়।
 
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, হরষপুর ইউনিয়ন বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহীদ, বিএনপি নেতা সারোয়ার রহমান, হরষপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক কাজী সিরাজুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ, যুবদল নেতা কাজী আলমগীর, সুজন মিয়া, ভুক্তভোগী মুসাব্বির হুসাইন, সাদ্দাম মিয়া প্রমুখ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ