ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মহাসমাবেশে পরিনত


আপডেট সময় : ২০২৫-০৯-০৩ ২৩:২৬:২৪
বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মহাসমাবেশে পরিনত বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ মহাসমাবেশে পরিনত
 
মোঃ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
 
বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
 
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই কলেজেই শেষ হয়।
 
মিছিল পূর্বে সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য মিছিলে মিছিলে সমাবেশ স্থল মহাসমাবেশে পরিনত হয়।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক, সাবেক এমপি আবুল হোসেন খানের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল  জেলা দক্ষিণ বিএনপির  সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদ আরো উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায়।

আরও বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জিয়াউল আহসান জুয়েল সিকদার, মিজানুর রহমান চুন্নু, হারুন অর রশিদ সিকদার, নাসির হাওলাদার, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, শিকদার খলিলুর রহমান, রুহুল আমিন জোমাদ্দার, মশিউর রহমান মাসুদ, বাচ্চু নেগাবান, স্বপন শিকদার, পৌর বিএনপি সহ সভাপতি আলিম জোমাদ্দার, কাজী শাহ আলম, উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আল আমিন হাওলাদার, উপজেলা শ্রমিক দল সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, সদস্য সচিব আরিয়ান আহমেদ রনি প্রমুখ। 
 
বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

তারা বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য।
 
তারা আরও বলেন, বাকেরগঞ্জ  উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ