এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।
বিভিন্ন শ্লোগান, মুহুর্মুহু করতালি ও বাদ্যযন্ত্র সহকারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী বের করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে র্যালীটিতে দলটির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমে আসে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় অনুষ্ঠিতব্য এ র্যালীর সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।
এছাড়াও র্যালীটির সামনের সারিতে ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন নান্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আনোয়ার হোসেন সিকদার, আইয়ুব আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, গোলাম সরোয়ার মনজু, সদস্য মোবারক আলী মুন্সি প্রমুখ।
র্যালীটি সুবিদখালীর তিন রাস্তার মোড় এলাকা থেকে বের হয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট এলাকায় পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে র্যালীটি সমাপ্তি করা হয়।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই থেকে দলটি গৌরব, ঐতিহ্য ও সাফল্যের সাথে আজ এ পর্যন্ত এসে পৌঁছেছে। যে কোনো মূল্যে দলের এ গৌরব, ঐতিহ্য ও সাফল্য আমাদের ধরে রাখতে হবে।
তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। তাই এদেশের মানুষের ভালোবাসার আঙিনা বিএনপি, ভালোবাসার প্রতীক ধানের শীষ।