ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজদীখানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-০৩ ২২:৩৭:৪০
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সিরাজদীখানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজদীখানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
 
নাদিম হায়দার বিষেশ প্রতিনিধি। 
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের গোয়ালবাড়ি মোড় থেকে র‌্যালী শুরু হয়ে সিরাজদীখান বাজারের শিকদার মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলী।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: শাহ আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল খালেক শিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, উপজেলা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, সিরাজদিখান শ্রমিকদলের সাবেক প্রতিষ্ঠা সভাপতি মোঃ নাফিজ খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিকসহ সিরাজদীখান ও শ্রীনগর বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ