ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


আপডেট সময় : ২০২৫-০৯-০৩ ২১:৫২:২৬
ব্রাহ্মণপাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ব্রাহ্মণপাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ অপু খান চৌধুরী।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বর্ণাঢ্য আয়োজনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং বিশাল আনন্দ শুভযাত্রা করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাক্তার নজরুল ইসলাম শাহীন, বুড়িচং উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমীর হোসেন, বুড়িচং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুল হোক ভূইয়া রিপন, শাহজাহান সাজু, ব্রাহ্মণপাড়া বিএনপি সদস্য এডভোকেট মনির হোসেন সরকার, অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সিদলাই ইউনিয়ন বিএনপি সভাপতি ফয়েজ আহমেদ সরকার, সহ সভাপতি ডাক্তার কামাল উদ্দিন, মালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ আল মামুন, বিএনপির নেতা মাজহারুল ইসলাম ভূঁইয়া, শশীদল ইউনিয়ন বিএনপি সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সাত্তার লিটন, সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া বাদল, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, যুবদলের আহবায়ক মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এনামুল হোক সুমন, এডভোকেট আবদুল্লাহ আল মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকিসহ উপজেলা, ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এ দলের নেতাকর্মীরা দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে আসছেন।

দেশের সংকটময় সময়ে বন্যা, জলোচ্ছ্বাস ও মহামারির মতো দুর্যোগে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন বলেও বক্তারা উল্লেখ করেন। বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় বক্তারা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ