ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্মান হানির প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৫-০৯-০৩ ২১:৩২:৫৩
ভালুকায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্মান হানির প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন ভালুকায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্মান হানির প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
 
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় ডিজিটাল প্রযুক্তি (এআই) এর অপব্যবহার করে বিএনপি নেতা সাইফুল ইসলামের সম্মানহানি ও ব্ল্যাকমেইল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাকাতিয়া ইউনিয়নের বিএনপি নেতা সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত ২০ আগস্ট রাত সাড়ে ১২ টার দিকে একটি নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে।

অপর প্রান্ত থেকে একজন পুরুষ ব্যক্তি আমাকে বলেন, যে আপনি কি সেনাবাহিনীর কোন মেজর কে হুমকি দিয়েছেন তখন আমি বলি সেনাবাহিনীর কোন অফিসারের সাথে কোন বিষয় নিয়েই কথা হয়নি। পরে তিনি ফোন কেটে দেন এবং কিছুক্ষন পরেই আমাকে আমার একটি ছবি পাঠান এবং ফোন করে জানতে চান ছবিটি আমার কিনা তখন আমি বলি যে ছবিটি আমার।

তার কিছুক্ষণ পরেই এ আই দিয়ে আমার ছবি বিক্রিত করে আমাকে পাঠান এবং বলেন, যে ১ লাখ টাকা না দিলে ওই ভিডিও ভাইরাল করে দিবে। পরে আমি টাকা দিতে রাজি না হওয়ায় ওই চক্রটি একটি ভিডিও তৈরি করে সামাজিক ও রাজনৈতিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে।

এ ঘটনায় আমি ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি সাংবাদিক সম্মেলন করে আপনাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং আমার কোন সহকর্মী, পরিচিত বা অপরিচিত এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী কে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ করছি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ