ঢাকা , বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে পুঁকুর ঝুকিতে ক্লাস করছেন কোমলমতি শিক্ষার্থীরা


আপডেট সময় : ২০২৫-০৯-০৩ ২১:২৪:৪৮
মাঠে পুঁকুর ঝুকিতে ক্লাস করছেন কোমলমতি শিক্ষার্থীরা মাঠে পুঁকুর ঝুকিতে ক্লাস করছেন কোমলমতি শিক্ষার্থীরা
 
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দ স: প্রা: বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা মৃত্যুর ঝুকি নিয়ে ক্লাস করছেন।
 
৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, স্কুলটি চারপাশে ফসলি আবাদী জমি তার মাঝখানেই ভবানন্দপুর স: প্রা: বিদ্যালয়টি ৩৫ শতক জমির উপর গড়ে উঠেছে। স্কুলটিতে যাওয়ার কোন রাস্তা না থাকলেও  আইলের উপর দিয়ে যেতে হয় স্কুলটিতে। প্রত্যেক স্কুলে ছাত্র ছাত্রীদের মুক্তভাবে খেলাধুলা করার সুযোগ থাকলেও ভবানন্দপুর পুর্বপাড়া প্রাইমারীতে সেই সুযোগটি নেয়। স্কুলটি  ১৯৮৫ সালে স্থাপিত হলেও জাতীয়করণ হয় ২০১৩ সালে। বর্তমানে প্রধান শিক্ষকসহ মোট ৪ জন শিক্ষক - শিক্ষিকা আছেন স্কুলটিতে। স্কুলটিতে মোট ৬৩ জন ছাত্র -ছাত্রী পড়াশোনা করছেন।
 
প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান- অন্যান্য প্রাইমারী স্কুলগুলোর মত আমরা স্বাধীনভাবে স্কুলে পাঠদান করাতে পারি না। কারন স্কুলের যে মাঠে কোমলমতি শিশুরা খেলাধুলা করার কথা, সেই মাঠেই মরণফাঁদ পুকুরটি। এই পুকুরটির কারনে বর্ষাকালে ছাত্র ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে কখন কি দুর্ঘটনা ঘটে যায়। পুকুরটি ভরাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার সু- নজর কামনা করছি।
 
এ বিষয়ে শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান - স্কুল পরিদর্শন করেছি এবং মাঠের বিষয়ে প্রধান শিক্ষকসহ আলোচনার পর পদক্ষেপ নিতে বলেছি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ