রাজস্থলীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আপডেট সময় :
২০২৫-০৯-০৩ ১৯:১২:৪৩
রাজস্থলীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
রাজস্থলী (রাঙ্গামাটি) সংবাদদাতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বুধবার ৩রা সেপ্টেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা।
বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আলাদা আলাদা ব্যানার নিয়ে (আলোচনা সভা শেষে) বর্ণাঢ্য র্যালিতে যোগদান করেন। র্যালিটি রাজস্থলী বাজার থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণদিক প্রদক্ষিণ করে রাজস্থলী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা সঞ্চালনায় সভাপতি মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল, যুগ্ম সম্পাদক দেবযতী চাকমা, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী, জেলা কৃষক দলের সভাপতি অলক, জেলা মাসস সভাপতি থোয়াইসুইখই মারমা চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সাবেক সভাপতি জাহেদুল আলমসহ উপজেলার সকল পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন - দেশ ও জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে সবাইকে সজাগ থাকবেন। বিএনপি সব সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এপর্যন্ত এসেছে কোন ষড়যন্ত্রকে বিএনপি ভয় করে না ঐক্য বদ্ধ প্রতিবাদের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। দেশ ও দেশের মানুষের জন্য করার আহ্বান জানান আলোচনা সভায় বক্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন - ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এ দল প্রতিষ্ঠা করেন দেশ ও জনগনের প্রয়োজনে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত দেশ ও জনগনের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসন্ন জাতীয় নির্বাচনে সকলকে দলের পাশে থাকার আহ্বান জানান তিনি। এবং দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ও সকল ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য বদ্ধ থাকার দলীয় নেতৃবৃন্দের নির্দেশনা দেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স