বিএনপি অনির্বাণ অগ্নিশিখা, সংখ্যাগরিষ্টতা নিয়েই আগামী সরকার গঠন করবে- বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী
বিএনপি অনির্বাণ অগ্নিশিখা, সংখ্যাগরিষ্টতা নিয়েই আগামী সরকার গঠন করবে- বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন- মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতেগড়া এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ৪৭ বছরে পা দিয়েছে।
এ দেশে বিএনপি না থাকলে গণতন্ত্র জীবিত থাকতো না। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা হত্যা করতে যতটুকু বেঁচে আছে, সেটুকু বিএনপির জন্যই। বিএনপির হাতেই এ দেশ নিরাপদ। বিএনপি আছে, থাকবে জনগণের দল হয়ে। কিন্তু ফ্যাসিস্টরা পালিয়েছে, ফ্যাসিস্টদের পালাতেই হয়।
বিএনপির ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলা ও পৌর-বিএনপি আয়োজিত মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন ফয়সল আহমদ চৌধুরী। মিছিলটি বুধবার বিকেলে বিয়ানীবাজার উপজেলাসদরের নিউ মাকের্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করে ফের নিউ মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সভা।
পৌর-বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পরিচালনায় সভায় নিজের বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী আরোও বলেন- বিগত ১৫টি বছর খুনি শেখ হাসিনা বিএনপরি অসংখ্য মানুষকে হত্যা-গুম করেছে। হাজার হাজার গায়েবি মামলা দিয়ে বাড়ি-ঘরবাড়িতে শান্তিতে থাকতে দেয়নি বিএনপি নেতাকর্মীদের। কিন্তু এ দল জাতীয়তাবাদী শক্তির দল। এ দলকে কখনো দাবায়ে রাখা যাবে না। বিএনপি একটি অনির্বাণ অগ্নিশিখা, যা কখনোই নেভানো যায় না।
জনাব তারেক রহমানের বলিষ্ট নেতৃত্ব ও নির্দেশে আওয়ামী সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে রাজপথে ছিলেন, বিএনপির নেতাকর্মীরা। এবার ঘরে ফসল তোলার সময়। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে, দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জন্য কাজ করে, আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ট আসন নিয়ে বিজয় লাভ করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী সাইনু, সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি সাইফুল ইসলাম সায়েক, ফয়সল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহমদ, নজরুল ইসলাম, সাইবউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শিপলু আহমদ, মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এম এ হাসনাত জামিল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হোসেন আহমদ মেম্বার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আহসান জামিল ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল ইসলাম।
এছাড়া, বিয়ানীবাজার উপজেলার পৌর-এলাকার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল পযার্য়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষ মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স