ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-০৩ ১৭:২২:৫৬
লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
 
আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি।  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনের কর্মসূচির শেষ দিনে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি লালমোহন বাজারের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীর সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির নেতা সফিউল্লাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ। 
 
এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে, এই দল গঠন করার পর থেকে মানবকল্যানে সফলতার সাথে কাজ করে আসছে। আর সেই সফলতার গল্প সকল সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। 
 
আগামী নির্বাচনে আমাদের নেতা, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমাদের নেতাকে সংসদে পাঠানোর জন্য, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইবো এবং ভোলা-৩ আসন থেকে আমাদের নেতাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠাবো, ইনশাআল্লাহ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ