মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া আজ বুধবার দুপুরে প্রায় ৩০ কিলোমিটার সড়কে ঝাউতলা থেকে সি এন্ড বি পর্যন্ত রাস্তার দুই পাশে ৬০০০হাজার ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী গাজী ওয়াহিদুজ্জামান জাকির।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেসা সুমি, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মো: শামীম মৃধা, পিরোজপুর জেলা বিএনপি'র সদস্য এ কে এম হুমায়য়ূন কবীর, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন ফারুক, উপজেলা কৃষকদলের সভাপতি এসএম ফেরদৌস রুম্মান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: নাজমুল আহসান কামাল মুন্সি সহ উপজেলা বিএনপি'র সকল সংগঠনের নেতাকর্মীরা।