ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার।


আপডেট সময় : ২০২৫-০৯-০৩ ১৫:৫১:৪৩
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার। রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার।
 
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি। 
 
রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইমরান (২৬) কে গ্রেপ্তার করেছে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজশাহী রেস্টুরেন্ট। 
 
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শরীয়তপুর জেলার পালং থানার মধ্য পালং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
র‌্যাব-৫ সূত্রে জানা যায়, ইমরান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। প্রায় ছয় মাস আগে ভিকটিমের স্বামী তালাক দেওয়ার পর তিনি স্থানীয় একটি কোম্পানিতে চাকরি করছিলেন। এসময় ইমরানের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
 
গত ২২ জুলাই ভিকটিম ইমরানের চাচার বাসা ভাড়া নেন। এরপর গত ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ইমরান ওই ভাড়া বাসায় প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।
 
মামলার পর থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৫ (সিপিএসসি রাজশাহী) ও র‌্যাব-৮ (সিপিসি-২ মাদারীপুর) এর একটি যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুরের পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
গ্রেপ্তাতরের পর ইমরানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
 
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ