ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সোনার পুতুলসহ প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ২৩:৩৪:৩৪
সোনার পুতুলসহ প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ সোনার পুতুলসহ প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ


মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণীশংকৈল থানার পুলিশের অভিযানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের কোচল এলাকায় সোনার পুতুল প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করেছে। 


০১ সেপ্টেম্বর রোজ সোমবার দুপুর ২ ঘটিকার সময় রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দিহানগর এলাকার রুবেলের বাড়ি থেকে তাঁদের আটক করেছে। এ সময় সোনালি রং করা ৫টি পুতুল ও বেশ কয়েকটি বিদেশি কয়েন জব্দ করা হয়।


আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে, রাশেদুল ইসলাম, শফিক আল মামুন, মজিবরের ছেলে এছাব্বর আলী। একই উপজেলার গড়ের পাড়া এলাকার তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া, ছয়ঘরিয়া এলাকার মমতাজের ছেলে ফরহাদ হোসেন, ডিমলা উপজেলার ছাতনাই এলাকার রবিউল ইসলামের স্ত্রী আঁখি মনি।


রাণীশংকৈল থানার সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি তালাশ বিডিকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনার পুতুল প্রতারক চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।


রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আশেদুল হক তালাশ বিডিকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বর্ণের পুতুল প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য অনেক দিন থেকেই পরিকল্পনা করা হচ্ছে। এবার তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হলো।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ