ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে শ্রীবর্দীতে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ২৩:২০:০০
বিজিবির অভিযানে শ্রীবর্দীতে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক বিজিবির অভিযানে শ্রীবর্দীতে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
 
তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
 
শেরপুরের শ্রীবর্দীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে।
 
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। এসময় ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পক্স ফেসওয়াশ আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ২৪ লাখ টাকা।
 
অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
 
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ