বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেম কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার আহবায়ক মো. আতিকুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোন যৌক্তিক আন্দোলনে সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। কারণ ছাত্রদলের কার্যক্রমই হলো ছাত্রদের অধিকারে পাশে থাকা। বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনে আমরা শুরু থেকেই সাথে ছিলাম। আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব পর্যায়ে ছাত্রদলের অনেকেই ছিল।
বাকৃবির কম্বাইন্ড ডিগ্রি নিয়ে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ছাত্রদলের অবস্থান নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই আন্দোলনে বহিরাগতের হামলায় বাকৃবি ছাত্রদলের চারজন আহত হয়েছেন। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। ছাত্রদের সাথে থেকে তাদের যৌক্তিক দাবি আদায়ে না হওয়া পর্যন্ত ছাত্রদল শিক্ষার্থীদের সাথে থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ২৮ জুলাই থেকে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা আন্দোলন মুরু করে। পরে এতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা যোগ দেয়। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত সন্তোষজনক না হওয়ায় সভাস্থলে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। সেদিন রাত আটটার দিকে বহিরাগতরা হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। এতে নারীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এসময় সাত ঘন্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষকরা তালা ভেঙে বের হয়ে আসেন। বহিরাগতদের হামলার প্রতিবাদে দুইদিন ধরে বাকৃবিতে রেললাইন অবরোধ ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।