রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-০৯-০২ ২২:৫৩:২৩
রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোঃ নয়ন আহম্মেদ (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় মোঃ কালু নামে আরেক অভিযুক্ত পালিয়ে যায়। সোমবার (১সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় বাঘা থানার চকছাতারি গ্রামের আলাইপুরগামী পাকা রাস্তার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারক মোঃ নয়ন আহম্মেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র (ডিএসবি) মোঃ রফিকুল আলম। তিনি জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, পাকুরিয়া ঘাট থেকে একজন ব্যক্তি ভ্যানযোগে অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা বাজারের দিকে যাচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ নয়ন আলীকে গ্রেফতার করে এসআই মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে আটা, রসুন ও সরিষার তেলের সাথে রাখা একটি সাদা পলিথিনের ভিতরে ফ্রিজকৃত কাঁচা মাংস দ্বারা জড়ানো অবস্থায় পলিথিন ও কসটেপ দিয়ে আলাদাভাবে মোড়ানো ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কালু নামে আরেক অভিযুক্ত পালিয়ে যায়।
পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স