ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন হস্তান্তর অনুষ্ঠান


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ২২:০২:০৪
মুলাদীতে চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন হস্তান্তর অনুষ্ঠান মুলাদীতে চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন হস্তান্তর অনুষ্ঠান

মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নে চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় অনুষ্ঠিত ভবন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মোতাহার হোসেন হান্নান বেপারী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, মুলাদী থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম, মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, পূর্বহোসাবাদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যাপক মনিরুজ্জমাান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সেভ দ্যা চিলড্রেন এর ডিরেক্টর-এইচ আর রাহাত আফরোজ, সেক্টর ডিরেক্টর তাহমিনা ইয়াসমিন, সেক্টর ডিরেক্টর এডুকেশন মেহেরুন নাহার, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা কাজী জাহাঙ্গীর কবির, প্রোগ্রাম ডিরেক্টর মোঃ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, লক্ষীপুর বহমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, অত্র বিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক মোঃ জিয়াউল হক, ইউনিয়ন বিএনপি নেতা মালেক সরদার, রাশেদ খান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মোঃ ফয়সাল হোসেন ব্যাপারী। অনুষ্ঠানে বক্তারা নতুন একটি ভবন উপহার দেয়ার জন্য সেভ দ্যা চিলড্রেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যালয়ে র লেখা-পড়ার মান ভালো হওয়া সত্বেও চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি অবকাঠামোগত দিক দিয়ে অনেক পিছনে পরে রয়েছে, তাই সং¯িøষ্ঠ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ