হিজলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার।
আপডেট সময় :
২০২৫-০৯-০২ ২০:৩৭:৪০
হিজলায় যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার।
মামুন জমাদার, হিজলা প্রতিনিধি।
বরিশালের হিজলা উপজেলার দক্ষিণ গুয়াবাড়িয়া ইউনিয়নের শাকিল (২১) নামের এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী ঘরের নুরজাহান বেগম নামে এক মহিলা প্রথমে লাশের গন্ধ পেয়ে ঘরের দরজা থাক্কা দেয় তখন বুলন্ত লাশ দেখতে পায়।
শাকিল গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত ফরিদ খান এর ছেলে এবং দক্ষিণ গুয়াবাড়িয়া গ্রামের আয়নাল সিকদারের মেয়ের ঘরের নাতি। শাকিল কয়েকদিন যাবত তার নানা বাড়ি থাকত।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিলের নানা-নানু গত ২৮ আগষ্ট বৃহস্পতিবার ঢাকায় যায়। শাকিল ঘরে একাই ছিল। শাকিলের খালা দুইদিন পূর্বে তাকে ভাত খাইয়ে দিয়ে যায়। শাকিলে মা তার দ্বিতীয় স্বামীর সাথে মাদারীপুর থাকে।
ধারনা করা হচ্ছে ৩ দিন পূর্বেই তার মৃত্যু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান সে মাদকাসক্ত ছিল। অনেকে তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করেন। এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে হিজলা থানা পুলিশ যায়। এবং মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা ও লাশ ময়নাতদন্ত প্রক্রিয়া চলমান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স