ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজী আফতাব উদ্দিন স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ২০:২৮:০৯
হাজী আফতাব উদ্দিন স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। হাজী আফতাব উদ্দিন স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।


মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুরে হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।


মঙ্গলবার সকাল ১০ টায় হোসেন স্পেশালাইজড হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার কিশোরগঞ্জ এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।


‎উক্ত ক্যাম্পেইনের উদ্বোধন করেন, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের পরিচালাক তাজুল ইসলাম বুলবুল।


এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হোসেন স্পেশালাইজ ডায়াগনস্টিক হাসপাতাল এর প্রধান উপদেষ্টা শামীম সিদ্দিকী, সহকারি পরিচালক আহসানুল করিম হাসান, মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম সুজন, ইউথ প্যানেটস এর মার্কেটিং ডিরেক্টর ইমরানুল হক জেনিস ও আলতাফ হোসেন প্রমূখ।


এছাড়াও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাহফুজ রাজা, স্পন্দন রক্তদাতা সংস্থার হোসেনপুর উপজেলা শাখার সভাপতি আখিল উদ্দিন, নতুন দিগন্ত সামাজিক সংগঠন পাকুন্দিয়া শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাহফুজ, প্রতিনিধি সাবিনা ইয়াসমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের শিক্ষক গণ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ।

এ সময় অত্র স্কুলের পরিচালক তাজুল ইসলাম বুলবুল বলেন, ‘রক্তের গ্রুপ জেনে রাখা সকলের জন্যই জরুরি প্রয়োজন,  প্রয়োজনের সময় সব রক্তই দুরূহ হয়ে যায়, তাই সবার রক্তের গ্রুপ জানা উচিত। হোসেন স্পেশালাইজড হসপিটালকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। কর্মসূচিতে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ