জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ১৫টি ইয়াবা টেবলেটসহ ইউসুফ আলী (২৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাতিপাগার এলাকা থেকে তাকে আটক করা হয়। ইউসুফ স্থানীয় জয়নাল আবেদিনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার হাতিপাগাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় হাতিপাগার এলাকায় জনৈক রমজান আলীর পতিত জমি থেকে ইউসুফকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১৫টি ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ইউসুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।