ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে গাঁজাসহ মাদক কারবারীকে গ্রেফতার ২


আপডেট সময় : ২০২৫-০৯-০২ ২০:১৬:০৪
দুর্গাপুরে গাঁজাসহ মাদক কারবারীকে গ্রেফতার ২ দুর্গাপুরে গাঁজাসহ মাদক কারবারীকে গ্রেফতার ২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে গাঁজাসহ দুই মাদক কারবারীতে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫। সোমবার (১ সেপ্টেম্বর) ১০টায় জয়কৃষ্ণপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ জয়নাল আলী (৩৮) এবং মোঃ মজনু মোল্লা (৫০), উভয়ই জয়কৃষ্ণপুর মধ্যপাড়ার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর মধ্যপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয় করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে বলে, তারা নিজ এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং চিহ্নিত মাদক কারবারী। তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থান থেকে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণে করেছে পুলিশ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ